আফগানিস্তান সিরিজ শেষে দুবাই যাওয়ার সময় এয়ারপোর্টে সাংবাদিকদের সাকিব বলেছিলেন তিনি আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে খেলতে চান না, বরং বিশ্রাম চান। তিনি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। বিশ্রামের আবেদন তিনি বিসিবির কাছে জানিয়েছেন।
সাকিব আল হাসান ও রশিদ খান টি-২০ সিরিজ শেষে। ছবিঃউইডেন |
এ নিয়ে মিডিয়ায় জলঘোলা হওয়ার পর আজ বিকেলে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ও কয়েকজন বোর্ড কর্মকর্তা। বৈঠক শেষে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, 'ক্রিকেট খেলার মতো অবস্থায় সাকিব না থাকায় তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেওয়া হয়েছে। সাকিব যেন সব সংস্করণ খেলতে পারে সে জন্য এই বিশ্রাম দেওয়া'।
উল্লেখ্য যে, ১৮ই মার্চ থেকে শুরু হচ্ছে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডে। ইতিমধ্যে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড।
আরো পড়ুনঃ https://www.sportswatches.me/2022/03/-%20%20_064724731.html
0 মন্তব্যসমূহ